জুড়ীতে বন্যার্তদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

 


দৈনিক মনু গেজেট ডেস্কঃ


দৈনিক মনু গেজেট ডেস্কঃ

পাহাড়ী ঢল আর প্রবল বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে জুড়ী উপজেলার কয়েকটি ইউনিয়ন। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ জায়ফর নগর ও পশ্চিম জুড়ী ইউনিয়ন। এই দুই ইউনিয়নের দুর্গত মানুষের জন্য দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে

র আয়োজন করেছেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন। 

বুধবার ১৩ জুলাই পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিরামপুর স্কুল মাঠে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি দত্তা দাস, টালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফয়ছল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, মুগদা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাঃ শাহ আহমেদ নুসায়ের, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান প্রমুখ। বৃহস্পতিবার জায়ফর নগর ইউনিয়নের বানভাসী মানুষের সুবিধার্তে ভূয়াই বাজার ও নয়াগ্রাম আমতৈলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।


Comments