Posts

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২ জন মাদক কারবারী গ্রেফতার

Image
  কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২ জন মাদক কারবারী গ্রেফতার দৈনিক মনু গেজেট ডেস্কঃ অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ১৪ জুলাই কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসারসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া পৌরসভাধীন জয়পাশা সাকিনস্থ দিঘীরপাড় এলাকার জনৈক আব্দুল জব্বার এর বসত বাড়ীর সামনে রাস্তা হইতে মাদক কারবারী ১। মোফাজ্জল করিম মোজাহিদ (২৮), পিতা-রুহুল আমিন, মাতা-হাসিনা আক্তার, সাং-ছকাপন, ২। জুবেল মিয়া (৩৫), পিতা-মাতাব মিয়া, সাং-রফিনগর, উভয় ০৬নং কাদিপুর ইউপি, থানা-কুলাউড়া,  জেলামৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করিয়া আসামীদ্বয়ের হেফাজত হইতে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Image
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ৩য় মৃত্যু বার্ষিকি উপলক্ষে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ   দৈনিক মনু গেজেট ডেস্কঃ আজ ১৪ জুলাই বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৩য় মৃত্যু বার্ষিকি উপলক্ষে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি পালন হচ্ছে।  এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুলাই মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মনুমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্থ মানুষের মধ্যে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ করছে। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ- মাহমুদুর রহমান মাহমুদ,  জেলা জাপা নেতা চিকিৎসক খালেদ চৌধুরী, জাতীয় যুব সংহতির জেলা নেতা বদরুল হাসান জোসেফ, ধর্মবিষয়ক সম্পাদক মিলাদ হোসেন, মনির মিয়া, মোমিত মিয়া, চিকিৎসকদের মধ্যে সুমন ধর এবং তাহার টিম সহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীর সমন্নয় পরিচালনা করা হয়। সদর উপজেলার পক্ষ থেকে নতুন-ব্রিজ এলাকায় বাদ মাগরিব স্মরণসভা, দোয়া মহফিল ও তবররুক বিতরণের আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার জেলার অন্তর্গত, বড়লেখা, জুরি, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, রাজনগর,

কুলাউড়ায় ঝড়ে নৌকাডুবি : নিখোঁজের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

Image
  কুলাউড়ায় ঝড়ে নৌকাডুবি : নিখোঁজের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার দৈনিক মনু গেজেট ডেস্কঃ হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবিতে নিখোঁজ বাবুল তালুকদার (৬০) নামক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ১৪ জুলাই বুধবার বিকেলে নিখোঁজ হন, ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুর পৌনের একটার দিকে উপজেলার বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় হাওর থেকে বাবুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবুল তালুকদার উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা।  নিখোঁজ বাবুল তালুকদারের শ্যালক আবুল হোসেন ও কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তাঁর বোন জামাই বাবুল তালুকদার (ইরানী বাবুল) স্থানীয় আজিজুর রহমান (৬২) নামক আরেক ব্যক্তিসহ হাওরে মাছ ধরতে পার্শ্ববর্তী বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় নৌকাযোগে রওয়ানা দেন। সেখানে পৌঁছানোর পর তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাতে থাকা আজিজুর রহমান সাঁতার দিয়ে তীরে ওঠতে পারলেও ইরানী বাবুল নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাতে নিখোঁজ ইরানী বাবুলের স্বজন ও স্থানীয়রা মিলে নৌকাযোগে তার সন্ধানে নামেন। রাতে ক

রাজনগর থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহন করলেন বিনয় ভূষণ রায়

Image
রাজনগর থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহন করলেন বিনয় ভূষণ রায়  জোবায়ের আহমদ, মৌলভীবাজার মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে  বিনয় ভূষণ রায় দায়িত্ব গ্রহন করেন।  বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে তিনি রাজনগর থানায় যোগদান করেন ।  মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের লাইনওআর বদলি করা হয়েছে এবং নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে   বিনয় ভূষণ রায়কে।  গত বৃহস্পতিবার (১৬ জুন) মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ বদলির আদেশ দেন।  মৌলভীবাজার পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায় নিয়মিত বদলির অংশ হিসেবে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর বিনয় ভূষণ রায়কে।  দায়িত্বপ্রাপ্ত রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এর আগে মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং মৌলভীবাজারের ডিটেক্টিকভ ব্যাঞ্চ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। 

শোক সংবাদ

Image
  শোক সংবাদ দৈনিক মনু গেজেট ডেস্কঃগভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,  ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ আজ (১৪ জুলাই ২০২২) বেলা দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায়  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাঁওয়ালী গ্রামে। তাঁর পিতার নাম মরহুম মোঃ নুরুল ইসলাম এবং মাতা মরহুমা রওশন আরা বেগম। দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ০২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছরের জুলাই  মাসের ৭ তারিখে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় যোগদান করেন। মরহুমের নামাজে জানাজা আজ (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। দৈনিক মনু গেজেট পরিবার গভীর ভাবে শোকাহত আল্লাহ তায়ালা তিনি কে জ

মৌলভীবাজারে দুই পুলিশ সদস্যের পুলিশ পরিদর্শক ও উপ পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ

Image
মৌলভীবাজারে দুই পুলিশ সদস্যের পুলিশ পরিদর্শক ও উপ পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ  দৈনিক মনু গেজেট ডেস্কঃ মৌলভীবাজার জেলার রিজার্ভ অফিসের ডি স্টোরে কর্মরত উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আবুল বাশার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন এবং এএসআই (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেন সহকারী উপ পুলিশ পরিদর্শক থেকে উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।  আজ বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।  এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম মহোদয়।  র‌্যাঙ্ক ব্যাজ পরিধান শেষে পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক( সশস্ত্র)আবুল বাশার ও উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেন জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।

জুড়ীতে বন্যার্তদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Image
  দৈনিক মনু গেজেট ডেস্কঃ দৈনিক মনু গেজেট ডেস্কঃ পাহাড়ী ঢল আর প্রবল বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে জুড়ী উপজেলার কয়েকটি ইউনিয়ন। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ জায়ফর নগর ও পশ্চিম জুড়ী ইউনিয়ন। এই দুই ইউনিয়নের দুর্গত মানুষের জন্য দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে র আয়োজন করেছেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন।  বুধবার ১৩ জুলাই পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিরামপুর স্কুল মাঠে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি দত্তা দাস, টালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফয়ছল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল